রাজশাহীতে উলামা মাশায়েখ সম্মেলনে রফিকুল ইসলাম
আলেমগণ ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ নভেম্বর ২০২৪ ১৬:০৬; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:৩৪
 
                                বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও উলামা বিভাগের কেন্দ্রীয় সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, এদেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠার জন্য সকল মতের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আলেমগণ ঐক্যবদ্ধ হলে ইসলামের বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই ঐক্যবদ্ধ প্রচেষ্টাকে সফল করতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধরনের ছাড় দিতে প্রস্তুত রয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় রাজশাহী নগরীর নাইস কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ওলামা বিভাগ কর্তৃক আয়োজিত 'উলামা মাশায়েখ' সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আলেমদের উদ্দেশ্য করে বলেন, আলেমদের প্রধান দায়িত্ব ও কর্তব্য হলো পূর্ণাঙ্গ দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের কাজ করা। আর আমাদের দেশের প্রতিটি মসজিদ গুলো হবে দ্বীন চর্চার কেন্দ্রে, ইসলাম প্রচার ও প্রসারের প্রধান কেন্দ্রবিন্দু। সেই লক্ষ্যে আমাদের সকল আলেম সমাজকে একত্রে কাজ করতে হবে। প্রধান আলোচকের বক্তব্যে ড. মাওলানা মুফতি খলিলুর রহমান মাদানী বলেন, কেবল মাত্র উলামায়ে কেরামের ইমামতিতেই এদেশে শির্ক বিদয়াতমুক্ত, অপরাধ, দুর্নীতি এবং সন্ত্রাসমুক্ত সমাজ গঠন সম্ভব।
জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উলামা বিভাগের সেক্রেটারী মাওলানা রুহুল আমিন এর সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারী অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. নিজাম উদ্দিন মজলিসে মোফাসরিন রাজশাহী মহানগরীর সভাপতি হাফেজ মাওলানা আবুল কালাম আযাদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের সাবেক প্রফেসর আব্দুস সালাম আল মাদানী, ওলামা মাশায়েব রাজশাহী মহানগরীর সভাপতি মাওলানা মোস্তফা আল মারুফ, মাওলানা ইয়াহিয়াসহ রাজশাহীর বিভিন্ন আলেম উলামাবৃন্দ।

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: