শুক্রবার রাজধানীতে র্যালি করবে বিএনপি
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৪ ২০:৫৮; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৩:২৯
 
                                জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শুক্রবার রাজধানীতে র্যালি করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
আগামীকাল শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হবে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উক্ত র্যালিটি নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল মোড়-কাকরাইল মসজিদ-মৎস্যভবন-ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট-শাহবাগ-হোটেল শেরাটন-বাংলামোটর-কারওয়ান বাজার-ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে সমাপ্ত হবে।

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: