মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত: নিন্দা জানিয়ে জড়িতদের বহিষ্কার করল জামায়াত
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৪ ১০:৪১; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০৩:৪৮
 
                                কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে নাজেহাল করার ঘটনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা জেলা দক্ষিণ শাখা নিন্দা জানিয়েছে। তারা এ ঘটনার সাথে জড়িতদের জামায়াতের নেতা বা কর্মী নয়, শুধুমাত্র সমর্থক বলে দাবি করেছে এবং তাদের দল থেকে বহিষ্কার করার ঘোষণা দিয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) কুমিল্লা জেলা (দক্ষিণ) শাখার প্রচার সেক্রেটারি মু. বেলাল হোসাইন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাডভোকেট মু. শাহজাহান, জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন যৌথভাবে বলেন, কুমিল্লার চৌদ্দগ্রামে মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। জামায়াতে ইসলামী মুক্তিযোদ্ধা ছাড়াও দেশের সাধারণ কোনো নাগরিককে হেনস্তা করা সমর্থন করে না। আমরা এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে দাবি জানাই।
নেতারা জানান, যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তারা জামায়াতে ইসলামীর কোনো পর্যায়ের নেতা বা কর্মী নয়। জামায়াতের কেউ আইন নিজের হাতে তুলে নেওয়ার বিষয়টি সমর্থন করে না। স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জানা গেছে, আবদুল হাই কানু তার এলাকায় হত্যা মামলাসহ ৯টি মামলার আসামি। আমরা মনে করি, আইন-শৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিবে।
তারা আরও বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত ঢাকায় থাকা আবুল হাশেম এবং দুবাই ফেরত অহিদুর রহমানের শাস্তি দাবি করছি। পাশাপাশি আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি, আইন নিজের হাতে নেওয়ার কোনো অধিকার কারো নেই।
অবশেষে তারা উল্লেখ করেন, আমরা আবুল হাশেম, অহিদুর রহমানসহ এই ঘটনার সঙ্গে জড়িত সকলের শাস্তি দাবি করছি এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার ঘোষণা করছি।

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: