ইসলামী ব্যাংক ‘দখল’ নিয়ে যা বললেন জামায়াত আমির

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৪ ১০:৪৩; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০১:০৩

- ছবি - ইন্টারনেট

ইসলামী ব্যাংক দখল নিয়ে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াত ইসলামী ব্যাংক দখল করেনি। বরং, এটি তার মায়ের কোলে ফিরে এসেছে।

রোববার (২৯ ডিসেম্বর) নীলফামারীর সৈয়দপুরে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

জামায়াত আমির বলেন, ইসলামী ব্যাংক দখল নিয়ে জামায়াতের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা সম্পূর্ণ মিথ্যা। তিনি জানান, ৫ আগস্টের পর নতুন ডাকাতরা ব্যাংক দখল করতে চেয়েছিল, তবে তারা পালিয়ে গেছে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো ধরনের জোর করে পর্দা প্রথা চাপিয়ে দেওয়া হবে না। বরং, এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা হবে যেখানে নারীরা নিজের ইচ্ছায় পর্দা করবে।

এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জামায়াতকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে, তারা এখন ব্যাংক দখল করছে।

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, জামায়াত ব্যাংক দখলের মাধ্যমে ইসলামী ব্যাংককে নিজেদের অধিকার বলে দাবি করছে। রিজভী অভিযোগ করেন, ৫ আগস্টের পর জামায়াতই ব্যাংক দখল করেছে, আর ৭১-এ জামায়াতের ভূমিকা ছিল বিরোধী। তিনি জামায়াতের ইসলাম নিয়ে রাজনীতি করার ব্যাপারেও নেতিবাচক মন্তব্য করেন। রিজভী বলেন, ইসলাম মানে তো বারবার মোনাফেকি করা নয়।

তবে বিএনপি নেতা রিজভীর এসব বক্তব্যের তীব্র প্রতিবাদ জানায় জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রিজভীর মন্তব্যকে ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, রিজভীর এসব বক্তব্য জামায়াতকে চরিত্রহীনভাবে উপস্থাপন করার চেষ্টা। জামায়াত কখনো ভারত সম্পর্কিত কোনো রাজনীতিতে অংশ নেয়নি, এবং শেখ হাসিনাকে ক্ষমা করার প্রশ্নই ওঠে না।

মাওলানা রফিকুল ইসলাম আরও বলেন, রিজভী জামায়াত সম্পর্কে যে অভিযোগ তুলেছেন—যেমন ‘৫ আগস্টের পর রাজনৈতিক দলের আত্মসাৎ’, ‘রগ কাটা’, ‘ঘোলা পানিতে মাছ শিকার’—এসব বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যে দেওয়া হয়েছে এবং জনগণ এগুলো আগেই প্রত্যাখ্যান করেছে। তিনি দাবি করেন, জামায়াত কখনো ‘মোনাফেকি’ বা ‘ঘোলা পানিতে মাছ শিকার’ করেনি। জামায়াত ইসলামী আদর্শের ভিত্তিতে রাজনীতি করে এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপসহীনভাবে সংগ্রাম করে আসছে।

ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নে জামায়াতের অবস্থান নিয়ে রিজভী যে অভিযোগ তুলেছেন, তার বিষয়ে মাওলানা রফিকুল ইসলাম বলেন, রিজভী নিজেই তার দলের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে বুঝতে পারবেন, তাদের নেতারা ভারত সফর করে সেখানে সখ্যতা গড়ার চেষ্টা করেছেন। জনগণ জানে, কোন দল ভারতের সাথে সম্পর্ক গড়ে তুলেছে।

জামায়াত আরও বলেছে, তারা ভারতের আধিপত্যবাদ এবং ফ্যাসিবাদ বিরোধী রাজনীতি করে এবং এই অবস্থান জনগণের কাছে গ্রহণযোগ্য। শেষ পর্যন্ত, মাওলানা রফিকুল ইসলাম রিজভীকে আহ্বান জানিয়েছেন, যেন তিনি বিভ্রান্তিকর মন্তব্য এবং অপবাদ আরোপের রাজনীতি থেকে বিরত থাকেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top