নির্বাচন তাদের জন্য যারা দেশকে ভালোবাসে: জামায়াত আমীর

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ জানুয়ারী ২০২৫ ১৫:৪৫; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২৩:১৪

- ছবি - ইন্টারনেট

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নির্বাচন তাদের জন্য যারা দেশকে ভালোবাসে। যাদের কাছে দেশের প্রতি ইঞ্চি জমি আমানত।

শুক্রবার ( ৩ জানুয়ারি) সকালে নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় থাকার জন্য দেশে অবৈধভাবে তিনটি নির্বাচন করা হয়েছে। যারা নির্বাচন বিশ্বাস করে না তাদের কিসের নির্বাচন- এমন প্রশ্ন তোলেন তিনি।

দ্রুত সময়ে প্রয়োজনীয় সংস্কার করে এ সরকার একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে যার যার জায়গায় ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top