শহীদ মিনারের সমাবেশে হামলার শিকার গণঅধিকারের ফারুক
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৫ ১৮:৪৬; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০৩:৫০
 
                                ফ্যাসিবাদ বিলোপ ও নতুন সংবিধানের দাবিতে ডাকা জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে অন্তর্বর্তী সরকারের কড়া সমালোচনা করে দেওয়া বক্তব্যের জেরে হামলার শিকার হয়েছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসান। তাকে মেরে রক্তাক্ত করা হয়েছে। তিনি এর জন্য ছাত্রদলকে দায়ী করেছেন।
শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যে তাকে বাধা দেন সেখানে উপস্থিত জনতা। পরে তিনি সমাবেশস্থল ত্যাগ করতে গেলে তার ওপর অতর্কিত হামলা হয়।
গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে আজকে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশ ছিল। সেখানে আমাকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। আমি সেখানে রাজনৈতিক বক্তব্য রাখি। ছাত্রদলের কিছু সন্ত্রাসী এখানে উপস্থিত ছিল। আমি বলেছি, আমরা জুলাই-আগস্টে বিপ্লব করেছি, একটা বিপ্লবী সরকারের গঠনের জন্য। আমরা অন্তর্বর্তীকালীন সরকার চাইনি। আমরা হাসিনার সংবিধান ছুড়ে ফেলে একটি বিপ্লব সফল করেছি।
গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, যারা ৫ আগস্টের পরে ক্যান্টনমেন্টে আর্মির প্রধানের সাথে বৈঠক করেছেন সেদিনই মূলত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত এসেছে। বিপ্লবী সরকার না হবার কারণে দেশে অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। বিপ্লবী সরকার না থাকার কারণে দেশে সমস্যা ও সংকট তৈরি হয়েছে। সেই পরিস্থিতিতে আমার এ বক্তব্য শতভাগ সঠিক।
ফারুক বলেন, আমার এই বক্তব্যে ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করে আমাকে আহত করেছে। আমার মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নিয়েছে। নিজেকে গণঅধিকার পরিষদের নেতা পরিচয় দেওয়ার পরও তারা এই হামলা চালিয়েছে৷
এ বিষয়ে কথা বলতে একাধিক বার কল দিলেও ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি বা সাধারণ সম্পাদক কাউকেই পাওয়া যায়নি৷
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গনেশ চন্দ্র রায় সাহস ঢাকা মেইলের সঙ্গে আলাপকালে বলেন, ‘আমরা এর সাথে জড়িত না। আমরা সেখানে গিয়ে কী করব?’
তবে আরেকটি লাইভে এসে এই গণঅধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খান এই হামলার জন্য জাতীয় বিপ্লবী পরিষদকে দায়ী করেছেন। তিনি এর বিচার দাবি করেছেন।

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: