দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে আ.লীগ: মির্জা ফখরুল
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৫ ২২:২০; আপডেট: ১ নভেম্বর ২০২৫ ০৩:৫৩
 
                                আ.লীগ গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ক্রীড়াঙ্গন তার মধ্যে বড় উদাহরণ। এই অঙ্গনটিকেও দলীয়করণ করেছে তারা। ভালো ও ট্যালেন্টেড খেলোয়াড়দের সুযোগ দেয়নি আওয়ামী লীগ।
শুক্রবার রাজধানীতে পল্লবীর সিটি ক্লাব মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, এখন মেধার চর্চা হবে। সবাই যেন সুযোগ পায়। ভালো খেলোয়াড়দের বের করে আনতে হবে। ক্রিকেট এখন খুব নাম করছে; কিন্তু একসময় ফুটবল ছিল খুব জনপ্রিয় খেলা।
খেলাধুলার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, খেলোয়াড়দের মন হয় উদার। মাদক নির্মূলসহ সামাজিক কাজে তাদের ভূমিকা অনেক বড়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্দেশ্যও এটি। তরুণ সমাজের মাদক পরিহার করে খেলাধুলায় মনোযোগী হতে হবে।
ক্রীড়াঙ্গনে জিয়া পরিবারের অবদান তুলে ধরে মির্জা ফখরুল বলেন, আরাফাত রহমান কোকোর ক্রিকেটে বড় ভূমিকা ছিল। দেশের ক্রিকেটে যে উৎকর্ষ সাধিত হয়েছে তার ভিত্তি কোকোর হাত ধরেই হয়েছে।
তিনি আরও বলেন, এই টুর্নামেন্ট সারা দেশে ছড়িয়ে দিতে হবে। খেলাধুলা করে সমাজকে গড়ে তুলতে হবে। সবাই যেন ঐক্যবদ্ধ হয়ে একযোগে কাজ করতে পারে সেই কামনা করি।
খেলার শুভ উদ্বোধন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুক হক। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, আমরা এমন একটি ক্রীড়াঙ্গন চাই,যে ক্রীড়াঙ্গনের মাধ্যমে আমরা মাদকমুক্ত একটি জাতি তৈরি করতে পারব। একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারব।
আমিনুল হক বলেন, সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়েই আমরা সেই ক্রীড়াঙ্গন দেখতে চাই- যেই ক্রীড়াঙ্গন হবে দলীয় ও রাজনীতিকরণ মুক্ত। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের জন্য তৃণমূল সাধারণ মানুষের জন্য হবে সেই ক্রীড়াঙ্গন।

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: