জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আবু আব্বাস কলেজে বৃক্ষরোপণ

রাবি প্রতিনিধি: | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২৫ ১৮:৫৪; আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৫:০৭

- ছবি - ইন্টারনেট

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার আবু আব্বাছ কলেজে ছাত্রদল নেতাকর্মীদের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে আবু আব্বাস কলেজের ছাত্রদল নেতা মো. জুবায়ের হোসেন জিসান এর উদ্যোগে পরিবেশ সহায়ক জিয়া ট্রি (নিমগাছ) রোপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নেত্রকোনা আবু আব্বাছ কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ এবং কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও কলেজের অন্যান্য নেতা কর্মীরা।

এ বিষয়ে জানতে চাইলে ছাত্রদল নেতা মো. জুবায়ের হোসেন জিসান বলেন, শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচি।

শহীদ জিয়াউর রহমান রেখে যাওয়া আদর্শকে ধারণ করে ছাত্রদলের নেতাকর্মীরা বাংলাদেশেকে নতুনভাবে বিনির্মাণ করবে তারই ধারাবাহিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক কতৃক ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফায় ৩১ নাম্বার দফার আলোকে.যোগপযোগী, পরিকল্পিত,পরিবেশ বান্ধব আবাসন এবং নগরায়ন নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন এর লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিটি পালন করা হয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top