নির্বাচনের নামে প্রতারণা করেছে বিগত সরকার: তারেক রহমান

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫ ১২:১৮; আপডেট: ২০ এপ্রিল ২০২৫ ২১:৫৮

ছবি: সংগৃহীত

বিগত সরকার নির্বাচনের নামে বাংলাদেশের মানুষের সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘তারা নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল।’

গতকাল রবিবার নড়াইলে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘বিগত পালিয়ে যাওয়া সরকার বাংলাদেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধবংস করে দিয়েছে। অর্থনীতি, স্বাস্থ্য শিক্ষা, নির্বাচন ব্যবস্থা অর্থনীতি সবকিছু ধবংস করছে।

সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন ‘আগামীতে দেশে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় সরকার গঠন করা হবে।’

সম্মেলনে আরও বক্তব্য দেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সহসভাপতি ছিলেন জুলফিকার আলি মন্ডল, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছিলেন শাহরিয়ার রিজভী জর্জ।

এছাড়াও বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতাসহ জেলার বিভিন্ন ইউনিটের নেতারা সম্মেলনে অংশ নেন।

জেলা বিএনপির আয়োজনে নড়াইল সরকারি বালক বিদ্যালয় মাঠে সম্মেলনের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। সম্মেলনের দ্বিতীয় পর্বে কাউন্সিলররা সরাসরি ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচন করার কথা রয়েছে। নড়াইল শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top