ধামইরহাটে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৫ ২১:২২; আপডেট: ২ এপ্রিল ২০২৫ ০২:২১

ছবি: সংগৃহীত

নওগাঁর ধামইরহাট উপজেলায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টায় ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ও পৌর বিএনপিসহ তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা বিএনপির আহŸায়ক মো. ফেরদাউস খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর প্রশাসক আলহাজ্ব মো. মাহবুবুর রহমান চৌধুরী চপল।

এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. কে.এম.এস মুসাব্বির শাফি, সাবেক জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জেলা জজ কোর্টের পিপি এড. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আখরাজুল ইসলাম চৌধুরী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজুয়ান হোসেন রঞ্জু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক তহিদুল ইসলাম, খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ, উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক জামাল উদ্দিন, ইঞ্জি. আশিকুর রহমান তুহিন প্রমুখ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top