ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৫ ১৭:৩০; আপডেট: ৪ এপ্রিল ২০২৫ ১৩:৩৬

- ছবি - ইন্টারনেট

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ভারতীয় মিডিয়া মিথ্যা বলায় চ্যাম্পিয়ন।

তাদের কিছু মিডিয়ার কাজই হচ্ছে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার। বাংলাদেশের মিডিয়ার সত্য প্রচারের মধ্য দিয়ে এর জবাব দিতে হবে। সঠিক সংবাদ দিয়ে গুজব বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে রাঙ্গামাটির বিজিবি সেক্টর সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা আরও বলেন, চাঁদাবাজি বন্ধ করা না গেলে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা বন্ধ করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের সকল সহিংসতার মূল কারণ চাঁদাবাজি। কোট স্যুট পড়া লোকেরাই বড় বড় কথা বলে এসব জিইয়ে রাখে। কোনো অবস্থাতেই চাঁদাবাজি-সন্ত্রাস বরদাশত করা হবে না। আইনশৃংঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এদের কঠোর হাতে এদের দমন করা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রেস ব্রিফিংয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, বিজিবির মহা পরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জান সিদ্দিকী, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিজিবির হেলিকপ্টারযোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমাকে সঙ্গে নিয়ে রাঙ্গামাটির বাঘাইহাট এলাকায় ৫৪ বিজিবির বাঘাইহাট ব্যাটালিয়ন এবং সেনাবাহিনীর বাঘাইহাট জোন পরিদর্শন করেন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

পরে দুপুর ১টার দিকে বাঘাইহাট থেকে ২৭ বিজিবির সাজেক বিওপিতে পৌঁছান তিনি। সেখানে স্থানীয় হেডম্যান (মৌজা প্রধান), কারবারির (পাড়া প্রধান) সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন এবং তাদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। পর্যটন স্পট সাজেকে আগুনের ঘটনায় আগুন নির্বাপনের গুরুত্ব বিবেচনায় সেখানে অস্থায়ীভাবে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়োজিত রাখার জন্য সংস্থাটির মহাপরিচালককে নির্দেশ দেন।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top