রাজশাহীতে ছিনতাই হওয়া ইভিএম উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২০ ২২:৫৬; আপডেট: ২৯ ডিসেম্বর ২০২০ ২২:৫৭

রাজশাহীর কাটাখালী পৌরসভায় ইভিএম ছিনতাইয়ের ঘটনায় ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২‘শ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর আগে সোমবার  রাত সাড়ে ৯টা0র দিকে পুলিশ আজিজুলের মোড় এলাকা থেকে এ ইভিএম উদ্ধার করে।

সোমবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণার সময় পৌরসভার আট নম্বর ওয়ার্ডের চর শ্যামপুর এলাকার ইউসুফ মেমোরিয়াল কেজি স্কুলের ভোটকেন্দ্র থেকে দুর্বৃত্তরা ইভিএম ছিনতাই করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বাধা দিলে দুর্বিত্তদের ইটের আঘাতে দুই পুলিশ আহত হন। 

এ ঘটনায় রাতেই ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার অভিষেক বসাক বাদি হয়ে কাটাখালি থানায় মামলা করেন। এতে ১৭ জন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করা হয়। 

কাটাখালী থানা পুলিশ জানায়, কাউন্সিলর প্রার্থী আব্দুল লতিফের সমর্থকরা হামলা করে কেন্দ্রে ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে তারা পুলিশের উপর ইটপাটকেল ছোড়ে। হামলাকারীরা যাওয়ার সময় একটি ইভিএম ছিনিয়ে নিয়ে যায়।

পরে অভিযান চালিয়ে আজিজুলের মোড় এলাকার রাস্তার পাশে সেটি পাওয়া যায়। রাতেই এ নিয়ে মামলা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top