নাটোরে বিএনপির অফিস খুলে চাঁদাবাজি, নেতা আটক

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২৫ ১৫:৩২; আপডেট: ১২ মে ২০২৫ ২০:৩৫

ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় দলের নামে অফিস খুলে চাঁদাবাজির অভিযোগে এক বিএনপি কর্মীকে আটক করেছে যৌথ বাহিনী।

রোববার (১১ মে) রাতে উপজেলার বামিহাল বাজারের অফিস থেকে থেকে দেশীয় অস্ত্রসহ হাজী কুদ্দুস আকন্দ নামের ওই ব্যক্তিকে আটক করা হয়।

কুদ্দুস উপজেলা মৎস্যজীবি দলের সাবেক সভাপতি ও বিএনপি থেকে মনোনীত সুকাশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

খাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চালসহ বিএনপি নেতা আটকখাদ্যবান্ধব কর্মসূচির ১১৯ বস্তা চালসহ বিএনপি নেতা আটক

পুলিশ জানায়, হাজী কুদ্দুস আকন্দ তার ব্যক্তিগত উদ্যোগে বামিহাল বাজার এলাকা নিজ বাসার নিচে বিএনপির একটি পার্টি অফিস তৈরি করেন। এরপর থেকে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, পুকুর দখলসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে আসছিলেন তিনি। কুদ্দুসের এমন কর্মকাণ্ডের বিষয়ে যৌথ বাহিনীর কাছে অভিযোগ করে এলাকাবাসী। এরপর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রোববার রাতে অফিসটিতে অভিযান চালানো হয়। এ সময় যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে কুদ্দুস পালানোর চেষ্টা করেন। তবে তাকে আটক করতে সক্ষম হন যৌথ বাহিনীর সদস্যরা।

সিংড়া থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, কুদ্দুস আকন্দকে আটকের পর তার পার্টি অফিসে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র টেঁটা ও বল্লম উদ্ধার করা হয়। পরে তাকে সিংড়া থানায় হন্তান্তর করেন যৌথ বাহিনীর সদস্যরা। কুদ্দুস আকন্দের বিরুদ্ধে সিংড়া থানায় বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, ‘হাজী কুদ্দুস আকন্দ বিএনপির একজন কর্মী। তবে তিনি জেলার কিছু ক্যাডার ও বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে। এক সময় বিএনপির রাজনীতির সাথে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তিনি ওই দলের কর্মী হয়ে কাজ করেন। গত ৫ আগস্টের পর বিএনপির কর্মী হিসেবে জেলার ও উপজেলার কিছু নেতা ও ক্যাডারদের ছত্রছায়ায় আবার প্রভাব বিস্তার শুরু করেন। ব্যক্তিগতভাবে বিএনপির দলীয় কার্যালয় করে মানুষকে নির্যাতন করা এবং হয়রানি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top