বিএনপি ক্ষমতায় গেলে জুলাইয়ের সব হতাহতদের দায়িত্ব রাষ্ট্র নেবে : রিজভী
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৩ মে ২০২৫ ১৯:৩৩; আপডেট: ২৪ মে ২০২৫ ০১:৪০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, বিএনপি ক্ষমতায় এলে জুলাই আন্দোলনের সব শহীদ পরিবারের ও আহতদের পুরো দায়িত্ব রাষ্ট্র নেবে।
শুক্রবার (২৩ মে) দুপুরে নরসিংদীর মেহেরপাড়ায় শহীদ আরমান মোল্লার পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ কথা জানান।
নরসিংদীর আরমান মোল্লার পুরো দায়িত্ব ‘আমরা বিএনপি পরিবার’ নিয়েছে জানিয়ে রুহুল কবির রিজভী বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, ‘শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ানোর দায়িত্ব ছিল সরকার ও রাষ্ট্রের। যা বর্তমান সরকার করতে পারেনি পুরোপুরি। কেন অবহেলা করা হচ্ছে এবং নিহতদের পুরো তালিকা তাদের কাছে কেন নেই।’
এ সময় আরমান মোল্লার পরিবারের কাছে নগদ অর্থ সহায়তা তুলে দেন রিজভী।
এ সময়, আমরা বিএনপি পরিবারের সদস্য সচিব মোখলেছুর রহমান মিথুনসহ বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মূল্যবান মতামত দিন: