জামায়াতে ইসলামী যেনতেন নির্বাচন চায় না: ডা. শফিকুর রহমান
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৫ ১৩:২৭; আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ০৯:০৫
 
                                জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, তারা বাংলাদেশে যেনতেন নির্বাচন চান না। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতির আকাশে কালো মেঘের আনাগোনা চলছে। মেঘ যতই ঘন হোক, সূর্যকে আটকে রাখতে পারবে না। আগামীতে বাংলাদেশে মুক্তির সূর্য উঠবেই ইনশাআল্লাহ।
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় কুমিল্লা মহানগর জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় শনিবার (৫ জুলাই) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফেনী যাওয়ার পথে এদিন কুমিল্লার দাউদকান্দি, চান্দিনা, আলেখারচর বিশ্বরোড, পদুয়ার বাজার ও চৌদ্দগ্রামে পথসভায় বক্তব্য রাখেন জামায়াতের আমীর।
জামায়াতের আমীর বলেছেন, ‘যে যুবকরা রক্ত দিয়ে, জীবন দিয়ে বাংলাদেশকে আমাদের কাছে আমানত হিসেবে রেখে গিয়েছে, আমরা সেই রক্তের সঙ্গে কাউকে বেঈমানি করতে দিব না। তাদের রক্তের পবিত্র মূল্য আমরা পরিশোধ করতে চাই। এই ধরনের রক্ত যেন বারবার দিতে না হয়; আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার ওপর তা নির্ভর করবে। আমরা যেনতেন কোনো নির্বাচন চাই না।’
ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে জামায়াতের আমীর বলেন, ‘নতুন পুরাতন বুঝি না, আগামীতে যেকোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। সবাইকে আগামীর লড়াইয়ের জন্য প্রস্তুত থাকতে হবে। সে লড়াইয়ে কোরআন বুকে নিয়ে আমরাই জিতব ইনশাল্লাহ।’
জামায়াতের এই শীর্ষ নেতা বলেন, ‘বাংলাদেশের বিভিন্ন স্থানে ইদানিং আমরা রাজনীতির নামে বিভিন্ন অপকর্ম লক্ষ্য করছি। আমরা সংশ্লিষ্ট দলগুলোকে বলছি, সাবধান হন, নিজেদেরকে সামলান, নইলে জনগণই আপনাদেরকে সামলিয়ে দিবে।’

 
                                                    -2020-11-11-19-11-28.jpg) 
                                                     
                                                     
                                                    
আপনার মূল্যবান মতামত দিন: