আজ ঢাকায় দুই রাজনৈতিক দলের চার কর্মসূচি

রাজটাইমস ডেস্ক:  | প্রকাশিত: ১৩ আগস্ট ২০২৫ ১২:০৫; আপডেট: ১৩ আগস্ট ২০২৫ ১৪:৩৮

ছবি সংগৃহিত

দেশের বর্তমান প্রেক্ষাপটে প্রতিদিনই রাজধানীতে কোনও না কোনও রাজনৈতিক দল, সংগঠন ও বিভিন্ন সংস্থার নানা কর্মসূচি থাকে। আজ উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে রয়েছে বিএনপি এবং জামায়াতে ইসলামীর বিভিন্ন আয়োজন।

বিএনপি বুধবার (১৩ আগস্ট) দুটি কর্মসূচি পালন করবে। সকাল ১০টায় ঢাকা শেরাটনের বলরুমে ‘বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ সামিটে’ উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এরপর বেলা ১১টায় ড্যাবের নবনির্বাচিত নেতারা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন করবেন, যেখানে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

অন্যদিকে, জামায়াতে ইসলামী আজ দুটি কর্মসূচি ঘোষণা করেছে। বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরে জুলাই ঘোষণা ও জুলাই সনদের আইনগত ভিত্তি প্রদান এবং এর আলোকে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। এছাড়া বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সন্ধ্যা ৭টায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে সোনাগাজীবাসীর মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top