ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে বিএনপির সামনে চ্যালেঞ্জ: মির্জা ফখরুল

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৫; আপডেট: ২ সেপ্টেম্বর ২০২৫ ০৩:০৪

- ছবি - ইন্টারনেট

আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন ঘিরে বিএনপির সামনে বড় চ্যালেঞ্জ রয়েছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকে এ কথা জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমাদের সামনে যে চ্যালেঞ্জ রয়েছে, সেটি হলো আগামী ফেব্রুয়ারি মাসে, ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন অনুষ্ঠানের কথা আছে, সে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করায় সর্বাত্মক সহযোগিতা করা, সাহায্য করা।’

সংস্কার কমিশনগুলো যে সংস্কার প্রস্তাব করেছে, সেখানে বিএনপি সব ধরনের সহযোগিতা করেছে বলেও জানান মির্জা ফখরুল।

তিনি বলেন, তার দল ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের রাজনৈতিক সংস্কৃতিতে আমূল পরিবর্তন আনতে চায়।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি ভবিষ্যতে রাষ্ট্র ক্ষমতায় গেলে তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top