শ্যামলীতে আ.লীগের ঝটিকা মিছিলে থেকে ককটেল বিস্ফোরণ, আটক ৬

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫; আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৮

- ছবি - ইন্টারনেট

রাজধানীর শেরেবাংলা নগর থানার শ্যামলী শিশুমেলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ছয় জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে তাদের আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী শ্যামলী শিশুমেলা থেকে একটি ঝটিকা মিছিল বের করে। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে দিতে আগারগাঁও চক্ষু হাসপাতাল পর্যন্ত যাওয়ার চেষ্টা করে তারা। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছয় জনকে ধরে ফেলে।

শেরেবাংলা থানার ওসি ইমাউল হক বলেন, কয়েকজন মোটরসাইকেল নিয়ে এসে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকে। এ সময় ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। তখন পুলিশ হাতেনাতে একটি মোটরসাইকেল ও একটি মোবাইলসহ ছয়জনকে আটক করে।

ওসি জানান, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top