প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে কাল জামায়াতের বিক্ষোভ
রাজ টাইমস ডেস্ক : | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫ ১৫:০৩; আপডেট: ১৯ অক্টোবর ২০২৫ ১৭:১৯

‘প্রশাসনে দলীয়করণের প্রতিবাদে এবং সর্বস্তরে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত’ করার দাবিতে সোমবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী।
দলের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে বিকেল চারটায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।
ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতের সহকারী প্রচার সম্পাদক আবদুস সাত্তার সুমন রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন।
এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সভাপতিত্ব করবেন-কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরীর নেতারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।
এদিকে বিভিন্ন দাবিতে দুই দফায় অভিন্ন কর্মসূচি পালনের পর এবার যুগপতভাবে আন্দোলনে নামছে জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো। নতুন কর্মসূচি ঘোষণা উপলক্ষ্যে আজ দুপুর আড়াইটায় সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত। এতে ইসলামী আন্দোলনসহ অন্য দলগুলো থাকবে বলে জানা গেছে।
এর আগে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান সহ বিভিন্ন দাবিতে দুই দফায় আলাদাভাবে ঘোষণা দিয়ে অভিন্ন নানা কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। তবে এবার একমঞ্চ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: