ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে

এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেইনি - নাহিদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:৪৫; আপডেট: ২৮ অক্টোবর ২০২৫ ১৭:৪৬

এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রাহণ শেষে সংবাদিকদের সাথে মত বিনিময়।

জাতীয় নাগরিক কমিটি এনসিপির আহবান নাহিদ ইসলাম বলেছেন, আমরা এখন পর্যন্ত কোনো জোটে যাওয়ার সিদ্ধান্ত নেই নি। যদি সিদ্ধান্ত নিতে হয় অবশ্যই একটি নীতিগত জায়গা থেকে আসবে। আমরা একটা নতুন রাজনৈতিক শক্তি, জনগণের অনেক প্রত্যাশা আমাদের কাছ থেকে এবং আমরাও নিজেদের স্বাতন্ত্রতা নিয়ে দাঁড়াতে চাই।
মঙ্গলবার দুপুরে এনসিপির বিভাগীয় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রাহণ রাজশাহী পর্যটন মটেল প্রাঙ্গনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, জুলাই সনদ সাক্ষর করতে আমরা অপেক্ষা করছি। জুলাই সনদ আদেশ বাস্তবায়ন হবে গনভোট হবে। গনভোটের মাধ্যমে ড. ইউনুস এই আদেশ সাক্ষর করবে। রাষ্ট্রপতি এই আদেশ সাক্ষক করতে পারবে না।বিদ্যমান সংবিধানের আলোকে আদেশ সাংঘর্ষিক হবে। কোন ধরণের নোট আব ডিসেন্ট থাকলে আমরা সেটিতে সাক্ষর করবো না। নাহিদ বলেন, ফ্যাসিবাদী শক্তি নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ ও বৈদেশিক শক্ত নির্বাচন বাঞ্চালের চেষ্টা চালাবে। আওয়াম লীগকে পূর্নাবাসন করার চেষ্টা করছেন ১৪ দল। তিনি বলেন, আগের পদ্ধতিতে তত্বাবধায়ক সরকার হবে না। ড. ইউনুসের নেতৃত্বে নির্বাচন হবে। শাপলা প্রতীকের বিষয়ে তিনি বলেন, নির্বাচন ও রাজনৈতিক কার্য্যক্রম ব্যহত করতে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া হচ্ছে না। শাপলা না দেয়ার বিষয়টি নির্বাচন কমিশনের সেচ্ছাচারিতা। তারা গায়ের জোরে কাজ করছে। রাজনৈতিক ভাবে যদি আদায় করতে হয় তাহলে রাজপথের মাধ্যমে আদায় করা হবে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top