জামায়াত নেতৃবৃন্দের মনোনয়নপত্র দাখিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭; আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৮

গোদাগাড়ী-তানোর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন আমীর অধ্যাপক মুজিবুর রহমান

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর ৩ টি আসনের মনোনয়নপত্র দাখিল করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা। সোমবার রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র দাখিল করেন।

রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয়ে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান। তিনি গতকাল সকাল ১১টায় তিনি রাজশাহী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আব্দুল খালেক, জেলা সেক্রেটারী মোঃ গোলাম মুর্তজা, সহকারী সেক্রেটারী অধ্যাপক কামরুজ্জামান, জেলা কর্মপরিষদ সদস্য মোঃ তাইফুর রহমান ও মাওলানা মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও গোদাগাড়ী উপজেলা আমীর মাস্টার নুমায়ন আলী, তানোর উপজেলা আমীর মাওলানা মোঃ আলমগীর হোসেন, গোদাগাড়ী পৌরসভার ভারপ্রাপ্ত আমীর মোঃ শওকত আলীসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজশাহী-২ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন রাজশাহী মহানগরীর নায়েবে আমির ডা. মুহাম্মদ জাহাঙ্গীর। সকাল সাড়ে ১১টায় মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট প্রমুখ নেতৃবৃন্দ।

অপর দিকে রাজশাহী-৩ (পবা- মোহনপুর) মনোনয়নপত্র জমা দিয়েছেন ২৭ বছর ধরে টানা হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্ষিয়ান রাজনীতিবিদ ও বেলপুকুর আইডিয়াল কলেজের সাবেক সহকারি অধ্যাপক আবুল কালাম আজাদ। মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যড. আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট প্রমুখ নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে মনোনয়নপত্র দাখিল কার্যক্রম সম্পন্ন হওয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সকলের প্রতি ধন্যবাদ জানান। 



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top