জামায়াত প্রার্থীর ১শ ভরি স্বর্ণ, ৪ কোটি ৩৩ লাখ টাকার সম্পদ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬ ২২:৩৬; আপডেট: ২ জানুয়ারী ২০২৬ ০০:৪৫
কক্সবাজার সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত কক্সবাজার-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী শহীদুল আলম বাহাদুরের শিক্ষাগত যোগ্যতা মাস্টার্স অব আর্টস এবং তার রয়েছে ১০০ ভরি স্বর্ণ।
হলফনামা অনুযায়ী, সব মিলিয়ে ৪ কোটি ৩৩ লাখ টাকা (বর্তমান মূল্য) স্থাবর ও অস্থাবর সম্পদের মালিক সাবেক এই শিবির নেতা।
ব্যবসা থেকে শহীদুল আলম বাহাদুর বছরে ৪ লাখ ৬৫ হাজার টাকা আয় করেন। অস্থাবর সম্পদের মধ্যে তার রয়েছে ৩৮ লাখ ৩৪ হাজার ৬৫৩ টাকা নগদ অর্থ। এছাড়াও ব্যবসায় তিনি নগদ অর্থ উল্লেখ করেছেন ৩৮ লাখ ২ হাজার ১১৪ টাকা এবং স্ত্রীর রয়েছে ১০ ভরি স্বর্ণ।
২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৭৫০ টাকা পরিমাণের অস্থাবর সম্পদ দেখানো বাহাদুরের স্থাবর সম্পদ হিসেবে রয়েছে মাত্র ০.২৫ একর অকৃষি জমি ও একটি সেমিপাকা বাড়ি। এসবের বর্তমান আনুমানিক মূল্য হলফনামায় লেখা হয়েছে ১ কোটি ৫৩ লাখ ৩৬ হাজার টাকা।
কক্সবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শহীদুল আলম বাহাদুর এবারই প্রথম সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন। তবে তিনি কক্সবাজার সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ছিলেন।
প্রসঙ্গত, দলের মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজলকে কক্সবাজার-৩ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি। তিনিসহ আরও ৫ প্রার্থী বাহাদুরের প্রতিদ্বন্দ্বী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।

আপনার মূল্যবান মতামত দিন: