বেগম জিয়ার জন্য শুক্রবার সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬ ২২:৪২; আপডেট: ২ জানুয়ারী ২০২৬ ০০:৪৮
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য শুক্রবার (২ জানুয়ারি) দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীন সংস্থা ইসলামিক ফাউন্ডেশন।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. মহিউদ্দিন স্বাক্ষরিত ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পাটানো একটি পত্রে এই আহ্বান জানানো হয়।
এতে বলা হয়েছে, রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে তিন দিন বাংলাদেশের সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা-প্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাতের জন্য আগামী শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬ বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে।
এমতাবস্থায়, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগ/জেলা কার্যালয়ে তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করে ২ জানুয়ারি বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মারা যান বেগম খালেদা জিয়া।
পরদিন মিলিয়ন মুসল্লির উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বিএনপি চেয়ারপারসনের জানাজা অনুষ্ঠিত হয়। সেদিনই তাকে জিয়া উদ্যানে স্বামী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবরের পাশে সমাহিত করা হয়।

আপনার মূল্যবান মতামত দিন: