জামায়াত আমিরের সঙ্গে নাহিদের সাক্ষাৎ

রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ জানুয়ারী ২০২৬ ১৭:০৩; আপডেট: ১২ জানুয়ারী ২০২৬ ০০:২৮

- ছবি - ইন্টারনেট

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১১ জানুয়ারি) সকালে শফিকুর রহমানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়।

এ সময় তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির সামগ্রিক চালচিত্র নিয়ে আলোচনা করেন।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে আসন সমোঝতা চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। টানা কয়েক দিন ধরে আলোচনা ও দরকষাকষির পর গতকাল শনিবার রাতে অনেকটা সিদ্ধান্তে পৌঁছায় দলগুলো। শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে আজ রোববার বিকালে অথবা সোমবারের মধ্যেই ঘোষণা করা হবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের ঢাকা মেইলকে বলেন, আসন সমঝোতা মোটামুটি চূড়ান্ত করা হয়েছে। আজ অথবা আগামীকাল ঘোষণা করা হবে। ঘোষণার প্রস্তুতি চলছে।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top