ধানের শীষ প্রার্থীর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২১ ০৪:১৮; আপডেট: ২১ মে ২০২৪ ০০:০০

গোদাগাড়ী পৌর নির্বাচনে ধানের শীষ প্রার্থীর মতবিনিময়

রাজশাহীর গোদাগাড়ী পৌর নির্বাচনে ধানের শীষ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় গোদাগাড়ী বিএনপির কার্য়ালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ধানের শীষের মেয়র প্রার্থী গোলাম কিবরিয়া রুনু। তিনি বলেন, মেয়র নির্বাচিত হলে অগ্রাধিকার ভিত্তিতে গোদাগাড়ী পৌরসভার সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ব্যবস্থা করা হবে। তিনি গোদাগাড়ী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা, রাস্তা ঘাট, স্কুল কলেজ মাদরাসার উন্নয়ন সহ মৌলিক সমস্যাগুলো সমাধানের মাধ্যমে আধুনিক পৌরসভা গঠনের প্রতিশ্রুতি দেন। তিনি আরও বলেন, আমি মানুষের জন্য সবসময় কাজ করি। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াই। আশা করছি, ভোটাররা আমাকে বঞ্চিত করবেন না।
যদিও তিনি অভিযোগ করে বলেন,এবার ইভিএম পদ্ধতিতে গোদাগাড়ী পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সম্পূর্ণ নতুন এই পদ্ধতির ভোট গ্রহণ নিয়ে ভোটারসহ আমাদের শংকা রয়েছে, কারণগুলো তিনি উল্লেখ করে বলেন, পৌর এলাকার ভোটারগণ এই প্রথম ইভিএমে ভোট প্রদান করবেন। ইভিএম এর মাধ্যমে ভোট প্রদান নিয়ে তাদের মধ্যে শংকা দেখা দিয়েছে। তারপরও
দেশের নির্বাচন প্রক্রিয়াকে সহযোগিতা করতে আমরা নির্বাচনে অংশ নিয়েছি।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল (অবঃ) শরীফ উদ্দীন, পৌর বিএনপির আহ্বায়ক মজিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মালেক, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম সাওয়াল, পৌর যুবদলের আহ্বায়ক মাহাবুবুর রহমান বিপ্লব, ৬ নং মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু সহ স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

শুক্রবার সন্ধ্যায় গোদাগাড়ী বিএনপির কার্য়ালয়ে রাজশাহীর গোদাগাড়ী পৌর নির্বাচনে ধানের শীষ প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। ছবি-সোহরাব হোসেন সৌরভ ১২/০২/২০২১



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top