ইউপি নির্বাচনে সারাদেশে প্রার্থী দেবেন চরমোনাই পীর
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২১ ০২:৩৬; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০৭:০০

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। তাই সারা দেশে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইসলামী আন্দোলন প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
শনিবার জোহরের নামাজের পর বরিশালের চরমোনাইয়ে আয়োজিত ৩ দিনব্যাপী মাহফিলের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, দেশে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চাইলে সর্বস্তরে ইসলামকে বিজয়ী করতে হবে। তাই ইসলামের পক্ষের শক্তিকে অর্থাৎ হাতপাখার প্রার্থীদের জয়ী করতে হবে।
সমাপনী বক্তব্যের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় ভারত, কাশ্মীর, মিয়ানমার, ফিলিস্তিন, সিরিয়াসহ বিশ্বের নির্যাতিত মুসলমানদের নিরাপত্তা ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়।
সূত্র: যুগান্তর
বিষয়: চরমোনাই পীর প্রার্থী দেবে
আপনার মূল্যবান মতামত দিন: