'সিনহা ইস্যুতে উস্কানির চেষ্টা চলছে'

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ আগস্ট ২০২০ ২২:১৬; আপডেট: ৭ আগস্ট ২০২০ ২২:৩৯

ফাইল ছবি

সাবেক সেনা কর্মকর্তা মেজর সিনহা হত্যাকান্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশে অনেকেই দুই বাহিনীর মধ্যে উস্কানি দেয়ার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইস্যুটিকে কেন্দ্র করে অনেকেই সরকার হটানোর দিবাস্বপ্ন দেখছে বলে ও জানান সেতুমন্ত্রী।

শুক্রবার (৭ আগস্ট) সকালে সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে সড়ক ও জনপথ অধিদফতরের খুলনা সড়ক জোন, বিআরটিএ ও বিআরটিসির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

দেশেজুড়ে আলোড়িত এই হত্যাকান্ডে ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে সরকার অত্যন্ত আন্তরিক। সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত কমিটি কাজ করছে। এ ঘটনায় ইতিমধ্যে অনেককে গ্রেফতার করাও হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচারে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

এ সময় তিনি কর্মকর্তাদের বিভিন্ন বিষয়ে জানতে দিকনির্দেশনা দেয়ার পাশাপাশি দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার ও আহবান জানান এবং তিনি।


এসএইচ

 



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top