রিমান্ড শেষে কারাগারে জামায়াতের ৬ নেতা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২১ ০৩:৪২; আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ০৫:৫৬

রিমান্ড শেষে কারাগারে জামায়াতের ৬ নেতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয় নেতাকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। তাদের আইনজীবীরা জামিন চাইলেও আদালত তা নামঞ্জুর করে।

গত ৬ সেপ্টেম্বর জামায়াতের সাংগঠনিক বৈঠক চলাকালে গ্রেফতার হওয়া ছয় নেতাকে দুই দফা রিমান্ড শেষে আজ বুধবার আদালতে হাজির করা হয়। আদালতে আইনজীবীরা তাদের জামিনের জন্য আবেদন করেন। জামিন আবেদনের শুনানিতে অংশগ্রহণ করেন এ্যাডভোকেট আবদুর রাজ্জাক, অ্যাডভোকেট কামাল উদ্দিন, অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, অ্যাডভোকেট ইউসুফ আলী, অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, অ্যাডভোকেট লুৎফর রহমান আজাদ, অ্যাডভোকেট আবু বক্কর ও অ্যাডভোকেট হেলালুদ্দিনসহ বিপুলসংখ্যক আইনজীবী।

আইনজীবীরা তাদের বক্তব্যে উচ্চ আদালতের বিভিন্ন রেফারেন্স এবং সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারা তুলে ধরে মামলার ত্রুটিপূর্ণ দিকগুলো আদালতের সামনে উপস্থাপন করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জামিনের বিরোধিতা করে তাদের যুক্তি তুলে ধরেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের যুক্তি-তর্ক শোনেন এবং জামিন আবেদন না মঞ্জুর করে নেতাদেরকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে আদালতের অনুমতি নিয়ে ছয়জন আইনজীবী ছয় নেতার সাথে পৃথক পৃথকভাবে সাক্ষাৎ করেন। নেতরা সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারে বর্ণিত বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, 'মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলন করি। মামলা দিয়ে এ আন্দোলন দমানো যাবে না।
নেতারা আইনজীবীদেরকে এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ব্যবস্থা গ্রহণ করতে বলেন।

আইনজীবীরা জানান, নেতৃবৃন্দ শারীরিকভাবে কিছুটা ক্লান্ত হলেও মানসিকভাবে অত্যন্ত দৃঢ় ও মজবুত রয়েছেন। নেতৃবৃন্দ ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করার আহ্বান জানিয়ে দেশবাসীকে সালাম দিয়েছেন এবং তাদের জন্য দোয়া করতে বলেছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top