নগরীতে বাম গণতান্ত্রিক জোটের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ আগস্ট ২০২০ ২৩:৪৭; আপডেট: ১৫ মার্চ ২০২৫ ০১:৫৯

বেসরকারি খাতে রাষ্ট্রায়ত্ব পাটকলগুলো দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোটের রাজশাহী জেলা শাখা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন থেকে রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। এছাড়া রাষ্ট্রীয় মালিকানাতেই পাটকলগুলো চালু, দুর্নীতি-লুটপাট বন্ধ করা এবং দুর্নীতির সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তব্য দেন, সিপিবির জেলা সভাপতি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক রাগিব হাসান মুন্না, গণসংহতি আন্দোলনের জেলার আহ্বায়ক অ্যাডভোকেট মুরাদ মোর্শেদ প্রমুখ।

#এনএস



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top