স্থানীয় সরকার নির্বাচনে প্রথম দিনেই আওয়ামী লীগের ২২৩ মনোনয়নপত্র বিক্রি

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১ ০৬:৫৯; আপডেট: ২৫ এপ্রিল ২০২৪ ২৩:১৩

ছবি: প্রতীকী

স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মাঝে শনিবার থেকে শুরু হয়েছে মনোনয়নের জন্য আবেদনপত্র বিতরণ। এরই মধ্যে উপজেলার ১টি, পৌরসভার ১১টি ও ইউনিয়ন পরিষদের ২১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

শনিবার (২ অক্টোবর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়।

আগামী ২ নভেম্বর পৌরসভার নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে ১১ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় ধাপের ৮৪৮ ইউপির নির্বাচনের তফসিলও ঘোষণা করে ইসি। এসব নির্বাচনে আগ্রহীদের কাছে আগামী বুধবার পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানানো হয়েছে, মনোনয়ন ফরম বিতরণের পৌরসভায় ১১টি, উপজেলায় একটি ও ইউনিয়ন পরিষদে ২১১টি মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ।

সূত্র: ইত্তেফাক/এএস



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top