সার্চ কমিটির চিঠি পেয়েছে বিএনপি তবে নাম দেবে না

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২ ০৭:৪৪; আপডেট: ১৭ মে ২০২৪ ১৪:২৮

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগের জন্য যোগ্য ব্যক্তি বাছাইয়ে জন্য গঠিত অনুসন্ধান (সার্চ) কমিটি নামের তালিকা চেয়ে বিএনপিকে চিঠি দিয়েছে। তবে বিএনপি সার্চ কমিটিতে নাম দেবে না বলে জানিয়েছে।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে চিঠি পৌঁছে দেওয়া হয়।

চিঠি পাওয়ার পর দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, বিএনপি সার্চ কমিটিতে কোনো নামের তালিকা দেবে না।

তিনি বলেন, এর আগেও দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানিয়েছেন যে, বিএনপির পক্ষ থেকে সার্চ কমিটির কাছে কোনো নাম দেওয়া হবে না। একই সঙ্গে দলের স্থায়ী কমিটিও এই সিদ্ধান্ত নিয়েছে।

আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে গঠিত অনুসন্ধান কমিটিতে সদস্য হিসেবে আছেন হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

আগামী ১৪ ফেব্রুয়ারি কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। তার আগে নতুন নির্বাচন কমিশন গঠন করা হবে। অনুসন্ধান কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের প্রতি পদের জন্য ২ জন করে ১০ জনের নাম প্রস্তাব করবে। এই ১০ জনের মধ্য থেকে সিইসিসহ ৫ জনকে নিয়ে ইসি গঠন করবেন রাষ্ট্রপতি।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top