সাখাওয়াতকে সিইসি হিসেবে চান জাফরুল্লাহ

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৩০; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০০:৪৩

জাফরুল্লাহ চৌধুরী। ছবি: সংগৃহীত

পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। একই সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে আরও সাত ব্যক্তির নাম প্রস্তাব করেছেন তিনি।

আজ শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে দ্বিতীয় ধাপে বিশিষ্ট নাগরিকের সঙ্গে অনুসন্ধান কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী যাঁদের নাম প্রস্তাব করেছেন তাঁরা হলেন প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশনার হিসেবে সাবেক বিচারপতি নাজমুন আরা সুলতানা, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বদিউল আলম মজুমদার, সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়া, সাবেক সচিব শওকাত আলী, খালেদ শামস, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও সাবেক আইনসচিব কাজী হাবিবুল আউয়াল।

এ সময় তিনি বলেন, 'বিএনপিকে সংলাপে ডাকতে অনুসন্ধান কমিটিকে প্রস্তাব দিয়েছি।
আমি মনে করি নির্বাচন কমিশন গঠনে বিএনপিরও ভূমিকা রাখা উচিত। এ ছাড়া তাদেরও অনুসন্ধান কমিটির কাছে নির্বাচন কমিশনের জন্য নাম পাঠানো উচিত। '

তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকবেই। বিএনপি রাজপথে দাবিদাওয়া আদায়ে আন্দোলন করবে, সেটা তাদের অধিকার। তবে রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সংলাপে না বসে ঠিক করেনি।

উল্লেখ্য, সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রথম দফার এই বৈঠকে ২০ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের মধ্যে সাবেক অ্যাটর্নি জেনারেল এ এফ হাসান আরিফ, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ফিদা এম কামাল, সাবেক মন্ত্রিপরিষদসচিব আলী ইমাম মজুমদার, সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, ড. শাহদীন মালিক, ড. আসিফ নজরুল সকালে এসে বৈঠকে অংশ নেন।

দ্বিতীয় দফায় বিকেলে আরো ২০ বিশিষ্টজনের সাথে বৈঠক করবে সার্চ কমিটি। আগামীকাল বিকেলে সার্চ কমিটি বাকি ২০ জনের সাথে বসার কথা সার্চ কমিটির। সব মিলিয়ে ৬০ জনকে নির্বাচন কমিশন নিয়ে মতামত দিতে আহ্বান জানিয়েছে সার্চ কমিটি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top