ইউপি নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে গণতন্ত্র নেই: মাহবুব তালুকদার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৬:২২; আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২২ ০৬:৫৪

নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার বলেছেন, ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন চোখে আঙুল দিয়ে দেখিয়েছে ওই নির্বাচনে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে। এই লাশ সৎকারের দায়িত্ব কে নেবে? কথাটা রূপকার্থে বলা হলেও এটাই সত্য। নির্বাচনের নামে সারাদেশে এমন অরাজকতা কখনো কাঙ্ক্ষিত ছিল না। তৃণমূল পর্যায়ে এ নির্বাচন দ্বন্দ্ব-সংঘাতের চিরস্থায়ী বন্দোবস্ত করেছে। অন্যদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পদে আসীন হওয়াকে নির্বাচন বলা যায় কি না, তা নিয়ে প্রশ্ন আছে।
সোমবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে শেষ কর্মদিবসে নিজ দপ্তরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন নিয়ে গত পাঁচ বছরে যা কিছু বলেছি, তাতে কোনো ফলোদয় হয়েছে বলে মনে হয় না- উল্লেখ করে তিনি বলেন, আগেও বলেছি নির্বাচন কমিশন গঠন আইন বাধ্যতামূলক। তবে আইনটি সব রাজনৈতিক দলের কাছে গ্রহণযোগ্য না হলে সংকটের সমাধান হবে না। এখন পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দলগুলোর অংশগ্রহণের কোনো পূর্বাভাস দেখা যাচ্ছে না। এতে সংকট আরও ঘনীভূত হবে। আশাবাদী মানুষ হিসেবে আমি সব সংকটের সমাধান দেখতে চাই।
এক প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ এ নির্বাচন কমিশনার বলেন, আমি নির্বাচন কমিশনের পাঁচ জনের একজন, মানে পাঁচ আঙুলের এক আঙুল। কিন্তু আমি এখনও নিশ্চিত না যে আমি এ পাঁচ আঙুলের মধ্যে কোন আঙুল। একজনের পক্ষে কিছু করা যায় না। আমি গণতন্ত্রের কথা বলতে গিয়ে, গণতন্ত্র রক্ষা করতে গিয়ে গণতান্ত্রিকভাবে সংখ্যালঘু হিসেবে হেরে গেলাম। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে, আমি কমিশনে বক্তব্য দিতে গিয়েছি কিন্তু তারা আমাকে বক্তব্য দিতে দেয়নি। তারা বলেছে আমি নাকি সংবিধানবিরোধী কথা বলেছি। আরে সংবিধানই তো আমাকে ক্ষমতা দিয়েছে।
সূত্র: ইত্তেফাক
আপনার মূল্যবান মতামত দিন: