কালুরঘাট বেতারকেন্দ্রে প্রবেশে বিএনপি নেতাদের বাধা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৮ মার্চ ২০২২ ০৩:৫১; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:৫৫

মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতাদের কালুরঘাট বেতারকেন্দ্রে প্রবেশে বাধা।

পুলিশি বাধার মুখে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্রে প্রবেশ করতে পারলেন না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির কেন্দ্রীয় নেতারা।

রোববার দুপুরে নগরের ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের বিপ্লব স্তম্ভে ফুল দিয়ে কালুরঘাট বেতার কেন্দ্রের উদ্দেশে রওনা দেন বিএনপির নেতারা। কিন্তু ২ নম্বর গেট মোড়ে পুলিশ তাঁদের বাধা দেয়।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ জিয়াউর রহমানের নাম মুছে দিয়ে ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। আমরা জাতির সামনে সত্য তুলে ধরতে চাই। কিন্তু তারা সত্যকে বিকৃত করতে চায়। তাই তারা আজ আমাদের কালুরঘাট স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়ে সম্মাননা দিতে বাধা দিয়েছে।

ফখরুল বলেন, দুর্ভাগ্য, আজ আমাদের কালুরঘাট বেতারকেন্দ্রে যেতে বাধা দেওয়া হচ্ছে। আমি যতটুকু জানি বিএনপিকে সেখানে যেতে মানা করা হয়েছে। এটা দুর্ভাগ্য ছাড়া কিছু নয়। আওয়ামী লীগ সশস্ত্র মাস্তানদের দিয়ে পুরো কালুরঘাট এলাকা দখল করে রেখেছে।

পুলিশের বাধার মুখে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গাড়ি থেকে নেমে আসেন। এ সময় তার সঙ্গে পুলিশ কর্মকর্তাদের কথা-কাটাকাটি হয়। শেষ পর্যন্ত আর যেতে পারেননি। এর একপর্যায়ে ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী স্লোগান দিতে থাকেন। তবে পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top