রাজশাহীতে কৃষক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২২ ০৩:৫৭; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:৩৪

বাংলাদেশ জাতীয়দতাবাদী কৃষকদল রাজশাহী জেলার আয়োজনে বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে বিক্ষোভ মিছিল ও মানবববন্ধন করে। মানববন্ধন শেষে তারা লিফলেট বিতরণ করেন। কৃষকদের আত্মহত্যার ঘটনার সুুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে নেতাকর্মীরা নগরীর বাটার মোড় হতে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন মালোপাড়ায় এসে শেষ করে। সেখানেই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে সভাপতিত্ব করেন কৃষকদল কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক আল-আমিন সরকার টিটু। জেলা কৃষক দলের সদস্য সচিব নাজমুল হকের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা, জেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাধ সরকার, সদস্য সৈয়দ মোহাম্মদ মহসিন, অধ্যক্ষ আব্দুস সামাদ, গোলাম মোস্তফা মামুন, রায়হানুল আলম রায়হান, তোফায়েল হোসেন রাজু ও অধ্যাপক সিরাজুল ইসলাম।

উপস্থিত ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক আলম মাস্টার, মুহিব্বুল হক রুবেল, যুগ্ম আহবায়ক আব্দুর রফিক সরকার, মেরাজুল ইসলাম, রেজাউল করিম রঞ্জু, মহানগর কৃষক দলের যুগ্ম আহবায়ক জি এম সালাম রোজ, বাগমারা উপজেলা কৃষকদলের আহবায়ক মাসুদুর রহমান মাসুদ, সদস্য সচিব আব্দুল মালেক, কেশরহাট পৌরসভা কৃষকদলের আহবায়ক আব্দুর রহিম, সদস্য বুলবুল, পবা কৃষক দলের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিনু, তাহের পুরের আহবায়ক ফজের আলী, সদস্য সচিব ফারুক পাটোয়ারী, বাঘারা আহবায়ক আশরাফুজ্জামান বিদ্যুৎ ,সদস্য সচিব মোমিনুল ইসলাম হিটলার চারঘাট উপজেলা কৃষকদলের প্রস্তাবিত আহবায়ক সিরাজ মাস্টার, গোদাগাড়ী উপজেলা প্রস্তাবিত আহবায়ক আব্দুল ফটিক।

সভায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রবিউল ইসলাম কুসুম, জেলা তাঁতী দলের আহবায়ক কুতুব উদ্দিন বাদশা, যুগ্ম আহবায়ক হিজবুল্লাহ, মাজহারুল ইসলাম ও মুহিত এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার আলম বিপুলসহ কৃষকদল, বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের অন্যান্য নেতাকর্মী।

প্রধান অতিথি বলেন, নিত্য পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারনে দেশের মানুষ দুই বেলা দুইমুঠো খাবার খেতে পারছেনা। দলমত নির্বিশেষে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত এবং উচ্চ মধ্যবিত্তরাও এই সমস্যায় পড়েছে। শুধু খাবার পণ্যের মূল্য বৃদ্ধি পায়নি, কৃষিজাত পন্য, জীবন রক্ষাকারী ওষুধ, শিক্ষা পন্য ও পরিধেয় বস্ত্রসহ সকল পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে।

তারা আরো বলেন, এই দেশে এই বিনা ভোটের সরকারের আমলে কৃষক পানির জন্য জীবন দিলেও তাদের কিছু যায় আসেনা। কারন এই সরকারকে কারো নিকট জবাবদিহি করতে হয়না। দেশের প্রধানমন্ত্রী মানষের খাবার নিয়ে রসিকতা করেন। কারন তিনি মানুষের অবস্থা বোঝে না। এর প্রতিবাদ করায় বিএনপি নেতাকর্মীদের সরকারের পেটয়াবাহিনী দিয়ে নির্যাতন ও আটক করছে। বুধবার ঢাকায় জনপ্রিয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাককে আটক করে কারাগারে পাঠিয়েছে।

তিনি আরো বলেন, আজ থেকে পনেরদিন পূর্বে রাজশাহীর আরেক জনপ্রিয় নেতা জেলা বিএনপি’র আহবায়ক আবু সাঈদ চাঁদকে আটক করে কারাগারে রেখেছে। এর সকল নির্যাতন ও আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি। সেইসাথে সকল নেতাকর্মীর নিঃশর্ত মুক্তি দাবী করেন। আর সেখনেই বাধা আসবে সেখানেই প্রতিরোধ করার জন্য নেতাকর্মীদের আহবান জানান প্রধান অতিথি।

বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ আলী ঈশা বলেন, দেশের এই অবস্থা থেকে দেশ ও দেশের জনগণকে বাঁচাতে বিএনপি’র কোন বিকল্প নাই। বিএনপিকে ক্ষমতায় এনে জনগণের সেবা করার সুযোগ সৃষ্টি করতে হলে এই ফ্যাসিস্ট সরকারের পতন অপরিহার্য। আর সরকার পতনের মূলমন্ত্র হচ্ছে কঠোর আন্দোলন। যে কোন সময়ে সরকার পতনের একদফা আন্দোলন শুরু হবে। আর এই আন্দোলনে জাতীয়তাবাদে বিশ্বাসী সকল শ্রেণি পেশার মানুষ ও দেশের আপামর জনসাধারণকে অংশগ্রহন করার আহবান জানান তিনি।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top