ঈদের পরে সরকার পতনের কঠোর কর্মসুচি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২২ ১০:৪৫; আপডেট: ১৬ এপ্রিল ২০২২ ১০:৪৬

রাজশাহী বিএনপি’র ঘাটি হলেও বিগত কমিটির আমলে রাজশাহী মহানগরীতে কোন সংগঠনিক তৎপরতা ছিলোনা । মহানগরীতে কোন কমিটি না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। যাহা পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারকে রহমান জানেন। এর ফলে রাজশাহীর বিএনপিকে চাঙ্গা ও সুসংগঠিত কররে তারেক রহমান এই আহবায়ক কমিটি গঠন করে দেন। শুক্রবার বাদ জুম্মা রাজশাহী মহানগর বিএনপি’র আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে দলকে গতিশীল করতে এবং তিনবারের সফল সাবেক প্রধানমন্ত্রী দেশন্রেথী বেগম খালেদা জিয়ার সুস্থাতা কামনা করে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু এই কথা বলেন।
তিনি বলেন, বিগত কমিটি একনায়কতন্ত্র কায়েম করেছিলো। এছাড়াও একই ব্যাক্তি দুই দিকে নেতৃত্ব দেয়ায় সংকট আরো চরমে উঠেছিলো। কিন্তু এই আহবায়ক কমিটি দেয়ার রাজশাহী মহানগর বিএনপি এখন অনেক শক্তিশালী ও সুসংগঠিত বলে উল্লেখ করেন তিনি। যে কোন মূল্যে ওয়ার্ড কমিটির করার আহবান জানিয়ে দুলু আরো বলেন, যে কোন মূল্যে ওয়ার্ড কমিটি করতে হবে। কোন বাধা আসলেও সে বাধা অতিক্রম করতে হবে। এছাড়া তিনি ওয়ার্ডে ওয়ার্ডে উপস্থিত থেকে কমিটি গঠন করতে সহায়তা করবেন বলে জানান। সেইসাথে রাজশাহীর তিনি সিনিয়র নেতাকে এই কমিটি গঠনে সহায়তা করার অনুরোধ জানান তিনি।
তিনি আরো বলেন, এই সরকার জনগণের উপর জালিম সরকার হয়ে চেপে বসে আছে। সকলের কথা বলার অধিকারর কেড়ে নিয়েছে। প্রতিবাদ করতে গেলে মামলা, হামলা, খুন, ও গুমের মাধ্যমে জনগণের কণ্ঠরোধ করে দিচ্ছে। আগামী নির্বাচনে আবার ক্ষমতায় আসার জন্য নানা ধরেন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। যতই ষড়যন্ত্র করুক দলীয় সরকারের অধিনে বিএনপি কোন নির্বাচনে যাবেনা। আর নিদর্লীয় সরকার এই দেশে আনতে হলে কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। আর এই আন্দোলন ঈদ-উল ফিতরের পরেই আসবেব বলে তিনি উল্লেখ করেন। সরকার পতনের এই আন্তোলনে সকলকে অংশগ্রহন করার আহবান জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপি’র আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব মামুনুর রশিদ মামুন। যুগ্ম আহবায়ক শফিকুল ইসলাম শাফিক এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর বিএনপি’র যুগ্ম আহবায়ক ওয়ালিউল হক রানা, আসলাম সরকার ও বজলুল হক মন্টুসহ আহবায়ক কমিটির সকল সদস্য, মহানগর যুবদল, ছাত্রদল ও অঙ্গ ও সহেযাগি সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মূল্যবান মতামত দিন: