সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এমএ মান্নান আর নেই

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ এপ্রিল ২০২২ ০৪:০১; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:৪১

সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এমএ মান্নান। ছবি: সংগৃহীত

সাবেক ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী এবং বিএনপি'র ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নান মারা গেছেন।

রাজধানীর ইউনাইটেড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় মারা যান তিনি। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (২৭ এপ্রিল) রাতে হসপিটালে ভর্তি করা হয় এম এ মান্নানকে। অবস্থার অবনতি হলে রাতেই তাকে লাইফ সাপোর্ট নেয়া হয়।

৭২ বছর বয়সী এম এ মান্নান দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, কিডনি রোগসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৎকালীন মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব পান এম এ মান্নান। পরবর্তীকালে নবগঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি।

২০১৩ সালে গাজীপুর সিটি করপোরেশন প্রতিষ্ঠিত হলে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে গাজীপুরের প্রথম সিটি মেয়র নির্বাচিত হন মান্নান।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top