সয়াবিনের দাম বৃদ্ধিতে রাজনীতিকদের ক্ষোভ
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৭ মে ২০২২ ০৫:৫৮; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:৪১

সয়াবিন তেলের দাম বৃদ্ধি করায় সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের বিভিন্ন দলের রাজনীতিকরা। শুক্রবার (৬ মে) গণমাধ্যমে পাঠানো পৃথক পৃথক বিবৃতিতে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন তারা। উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ মে) সরকারের পক্ষ থেকে সয়াবিনের নতুন বাজার দর নির্ধারণ করা হয়েছে।
বামজোটের পক্ষ থেকে পাঠানো বিবৃতিতে বলা হয়েছে, ঈদের আগে থেকেই সিন্ডিকেট ব্যবসায়ীরা বাজারে ভোজ্যতেলের কৃত্রিম সংকট তৈরি করে। দোকানে কোনও তেল না পাওয়ার চিত্র দেখা যায়। ঈদের পর সংকট আরও তীব্র হয়। বাজারে এমন সংকটের মাঝেই ভোক্তা স্বার্থ না দেখে বাণিজ্য সচিব ব্যবসায়ীদের মুনাফার স্বার্থে এক লাফে বোতলজাত সয়াবিন তেল ৩৮ টাকা, খোলা সয়াবিন তেল ৪৪ টাকা লিটার প্রতি বৃদ্ধির ঘোষণা দেন। এতে জনজীবনে দুর্ভোগ আরও বেড়ে যাবে।
বিবৃতিতে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সমন্বয়ক অধ্যাপক আব্দুস সাত্তার এবং সদস্য সিপিবি’র সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা শিশু, ওয়ার্কার্স পার্টি (মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবীর জাহিদ, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হকের নাম উল্লেখ করা হয়।
খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। এর মধ্যে ঈদের আগ থেকে সিন্ডিকেটের মাধ্যমে বাজারে সয়াবনি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা হয়। এক লিটার তেলের দাম এক লাফে ৩৮ টাকা বৃদ্ধি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের বাজার আজ মুনাফালোভী সিন্ডিকেটের হাতে বন্দি।’
সয়াবিন তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, ‘দ্রব্যমূল্য এখন মধ্যবিত্তের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ঈদের আগে সরকার অনেক নাটক করেছে। তারা ব্যবসায়ী সিন্ডিকেটের ওপর দায় চাপানোর চেষ্টা করেছে। অথচ এ কথা সবাই জানে যে, এসব সিন্ডিকেট তারাই চালায়।’
তিনি আরও বলেন, ‘‘বেশি দামে সরবরাহ হওয়ায় বাজারের খুচরা বিক্রেতারা ঈদের আগে বেশি দামে তেল বিক্রি করায় সরকার তাদের জরিমানা করেছে। তিন দিনের ব্যবধানে এখন সরকারই দাম বৃদ্ধি করেছে। তাহলে এখন সরকারকে জরিমানা দিতে হবে। সরকারি দলের সাধারণ সম্পাদক বললেন, ‘কুচক্রী মহল ষড়যন্ত্র করে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।’ একই দিন বাণিজ্য মন্ত্রণালয় সয়াবিন তেলের দাম বৃদ্ধির ঘোষণা করেছে। তার মানে বাণিজ্য মন্ত্রণালয় কি সেই ষড়যন্ত্রকারী কুচক্রী মহল?’’ বলে প্রশ্ন করেন মান্না।
আপনার মূল্যবান মতামত দিন: