বাংলাদেশের গণতন্ত্রের আকাশে ঘনঘটা : ডা. জাফরুল্লাহ
রাজ টাইমস | প্রকাশিত: ৯ মে ২০২২ ০৬:৫৬; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:৪৮

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের গণতন্ত্রের আকাশে ঘনঘটা। সরকার আগামী নির্বাচনে ভোট কারচুপির হ্যাটট্রিক করতে যাচ্ছে। প্রথমবার বিনা ভোটে, দ্বিতীয়বার রাতের ভোটে, আর এবার ইভিএমে। এতে ভোট যে মার্কাতেই দেন, ভানুমতির খেলায় ভোট গিয়ে নৌকাতে পড়বে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রতি আমার শ্রদ্ধা, ভালোবাসা আছে, দুঃখও আছে। তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদের নামাজ পড়েন। তারপর বুদ্ধি খাটান কীভাবে ভোট করা যায়। আপনি যদি সুষ্ঠু নির্বাচন দিতে পারেন, তাহলে ভালো। আর না দিতে পারলে আপনার নৈতিক দায়িত্ব হবে পদত্যাগ করা। সঠিক কাজটি করতে না পারলে অন্তত ভুল কইরেন না।’
আজ রবিবার রাজধানীর পুরনো পল্টনের জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের এক আলোচনা ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া, সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ এতে বক্তব্য দেন।
প্রবাসীদের বিশেষ ভাতা দেওয়ার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘প্রবাসীরাও মুক্তিযোদ্ধা। আমরা যুদ্ধ করেছি দেশ স্বাধীন করার জন্য। আর প্রবাসীরা যুদ্ধ করছেন দেশ গড়ার জন্য। আমি আহ্বান জানাব- প্রবাসীরা দেশে এলে তাদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হোক।’
তিনি বলেন, ‘পৃথিবীর দুই শ’ দেশে প্রায় দেড় কোটি প্রবাসী। তাদের শ্রমে-ঘামে আমাদের দেশ গড়া। তাদের প্রতি আরও একটু ভালো ব্যবহার করা হোক। তাদের অনেক ঝামেলার সঙ্গে আছে পাসপোর্টের ঝামেলা। এসব সমস্যা দূর করতে হলে প্রয়োজন একটি গণতান্ত্রিক সরকারব্যবস্থা।’
আপনার মূল্যবান মতামত দিন: