বন্ধুদের সঙ্গে পিকনিক করা হলো না সিয়ামের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২ জুলাই ২০২২ ০৪:৫৩; আপডেট: ২২ এপ্রিল ২০২৫ ২৩:০৩

ছবি: সংগৃহীত

পিকনিকের হাঁস কিনে বাড়ি ফেরার পথে নওগাঁর সাপাহারে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল চালক এসএসসি পরীক্ষার্থী সিয়াম আহমেদের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১ জুলাই) ভোরে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সিয়াম আহমেদ সাপাহার উপজেলার পাতাড়ি ইউনিয়নের বৈকণ্ঠপুর গ্রামের গোলাম আজমের ছেলে। তিনি সাপাহার আল হেলাল ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষার্থী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার নিশ্চিতপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। সিয়াম মোটরসাইকেলটি চালাচ্ছিলেন।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যাায় উপজেলার দীঘিরহাট থেকে পিকনিকের জন্যশ হাঁস কিনে সিয়ামসহ তিন বন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। ঘটনার সময় পথিমধ্যে নিশ্চিতপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের মোটরসাইকেলটি ধাক্কা দেয়, দুই বন্ধু রাস্তার নিচে এবং সিয়াম রাস্তার ওপরে ছিটকে পড়ে।

আরও জানা যায়, এসময় সিয়ামের মাথার ওপর দিয়ে মাইক্রোবাসের চাকা যাওয়ায় সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সিয়ামের অবস্থা খারাপ হওয়ায় তাকে রাতে রামেকে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর ৫টার দিকে সিয়াম মারা যান।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পর চালক মাইক্রোবাস নিয়ে পালিয়ে গেছে। নিহতের পরিবার থেকে এ ব্যাপারে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top