ডিঙি নৌকা থেকে দম্পতির মরদেহ উদ্ধার
রাজ টাইমস | প্রকাশিত: ১৩ জুলাই ২০২২ ০৬:২৭; আপডেট: ২৬ এপ্রিল ২০২৫ ১৬:২৭

নওগাঁর নিয়ামতপুরে কীটনাশক পান করে একটি ডিঙি নৌকার ওপর আত্মহত্যা করা স্বামী-স্ত্রী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতের কোনো একসময় তারা কীটনাশক পান করে আত্মহত্যা করেন। মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
নিহতরা হলেন- জেলার মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিল সুরশুনিয়া গ্রামের আদম আলীর ছেলে রায়হান আলী (২৫) ও তার স্ত্রী পাশের শ্রীকলা গ্রামের ইস্কান্দার আলীর মেয়ে তারাবানু (১৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্ক করে কয়েকমাস আগে রায়হান আলী ও তারাবানু বিয়ে করেন। বিয়ের পর থেকেই ছেলের পরিবার মেয়ের পরিবারকে যৌতুকের জন্য চাপ দিতো। এ নিয়ে দুই পরিবারের মাঝে কলহ চলছিল। সোমবার রাতে তারাবানু তার বাবারবাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যান। সকালে তাকে ঘরে পাওয়া যায়নি। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পান তারাবানু ও তার স্বামীর মরদেহ পাশের নিয়ামতপুর থানার শীবনদে একটি ডিঙি নৌকার ওপর পড়ে আছে।
তারাবানুর বাবা ইস্কান্দার আলী বলেন, সোমবার রাতে তারাবানু আমাদের সঙ্গেই খাবার খায়। রাত সাড়ে ১০টা পর্যন্ত সে তার ঘরেই ছিল। তবে কখন সে তার ঘর থেকে বেরিয়ে যায় আমরা কেউ বুঝতে পারিনি।
তিনি দাবি করেন, ছেলের পরিবার যৌতুকের জন্য বিভিন্নভাবে চাপাচাপি করতো। এ নিয়ে সংসারে অশান্তি চলছিল। ক্ষোভের বসে তারা স্বামী-স্ত্রী হয়তো আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
ভারশোঁ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, প্রেম করে বিয়ে করার পর ছেলের বাবা-মা যৌতুকের জন্য বিভিন্নভাবে চাপাচাপি করতো। এ নিয়ে দুই পরিবারের মধ্যে কলহ শুরু হয়। পরে তারা কীটনাশক পান করে আত্মহত্যা করে। সকালে নদীতে জেলেরা মাছ ধরতে গিয়ে নৌকায় দুইজনের মরদেহ দেখে থানায় খবর দেয়।
নিয়ামতপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের বাড়ি মান্দা উপজেলায় হলেও ঘটনাস্থল ছিল নিয়ামতপুরের মধ্যে। তারাবানুর আগে একটা সংসার ছিল। পরবর্তীকালে রায়হান আলীর সঙ্গে সম্পর্ক হয়। গত ৬-৭ মাস আগে তাদের বিয়ে হয়। বাবা-মা তাদের প্রতি মনোক্ষুণ্ন ছিল।
তিনি আরও বলেন, সোমবার রাতের কোনো একসময় তারা শীবনদের ডিঙি নৌকায় চড়ে কীটনাশক পান করে আত্মহত্যা করে। খবর পেয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বুধবার মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: