করোনার উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৪ জুলাই ২০২২ ০৪:১৭; আপডেট: ২৪ জুলাই ২০২২ ০৪:১৭

ফাইল ছবি

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনজনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার হাসপাতাল সূত্রে তথ্য জানা গেছে।

তথ্যমতে, শুক্রবার দিবাগত রাতে রামেক হাসপাতালের করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে তিন রোগীর মৃত্যু হয়। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী গণমাধ্যমকে বলেন, হাসপাতালের ৩০নং ওয়ার্ডে আক্রান্তরা ভর্তি ছিলেন। তাদের করোনা উপসর্গ ছিল। এর আগে গত ১৩ জুলাই করোনায় আক্রান্ত হয়ে আ স ম আ মান্নান (৮৪) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া ১২ জুলাই ৩০নং ওয়ার্ডে করোনা উপসর্গে ৭০ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়। এছাড়া মে মাসের প্রথম দিকে করোনা ও করোনা উপসর্গে দুজনের মৃত্যু হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনযুক্ত ৩০নং ওয়ার্ডে ২৪টি শয্যা আছে। সেখানে করোনা উপসর্গ নিয়ে চারজন ও করোনা আক্রান্ত চার রোগী ভর্তি রয়েছেন। এদিকে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আরটি–পিসিআর ল্যাবে ১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে একজন করোনা শনাক্ত হয়েছেন।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top