গোদাগাড়ীতে যুবকের লাশ উদ্ধার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৭ জুলাই ২০২২ ০৫:২৮; আপডেট: ৫ আগস্ট ২০২৫ ১৫:০৭

রাজশাহীর গোদাগাড়ীতে মোমিনুল ইসলাম (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার গোগ্রাম ইউনিয়নের জগপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
মৃত মোমিনুল ইটাহারী গ্রামের গোলাম মূর্ত্তেজার ছেলে। সে মাদকাসক্ত ও ঋণগ্রস্থ ছিল, তবে সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়ী ফিরেননি বলে পারিবারিক সূত্র জানায়।
নিহতের স্বজনরা জানায়, সোমবার সন্ধ্যায় বাড়ী থেকে বের হয়ে আর বাড়ী ফিরেনি পরের দিন মঙ্গলবার সকালে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। মোমিনুল ইসলামকে কেউ হত্যা করে ফেলে গেছে বলেও দাবী স্বজনদের।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, হত্যা না আত্মহত্যা ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারন জানা যাবে। লাশের ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে এই বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মূল্যবান মতামত দিন: