নগরীতে নির্মিত হবে নতুন ৫টি ফ্লাইওভার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ আগস্ট ২০২২ ০৫:৩৫; আপডেট: ২ আগস্ট ২০২২ ০৫:৩৬

ফাইল ছবি

রাজশাহীতে প্রস্তাবিত ৫টি ফ্লাইওভারের নকশা চুড়ান্ত হয়েছে। মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো প্রকল্পের আওতায় প্রস্তাবিত ফ্লাইওভার এবং ১৯টি অবকাঠামো নির্মাণে পরামর্শক সেবা কাজের অগ্রগতি বিষয়ক সভায় এ নকশা উপস্থাপন করা হয়।

নগরীর উত্তর হতে দক্ষিণে এর ডাবল লেনের এ ফ্লাইওভারের দৈর্ঘ্য প্রায় ৭৮৫ মিটার। এছাড়াও নগরীর বর্ণালী মোড়, বিলসিমলা বন্ধগেট, বহরমপুর রেল ক্রসিং, হড়গ্রাম নতুনপাড়া রেলক্রসিং এলাকায় প্রস্তাবিত ফ্লাইওভার নির্মাণে প্ল্যান ও ডিজাইন প্রণয়ণ কাজ সম্পন্ন হয়েছে।

সোমবার দুপুরে নগর ভবনে মেয়রের দপ্তরকক্ষে আয়োজিত সভায় পরামর্শক সেবা প্রতিষ্ঠান ডিপিএম ও সার্ম এ্যাসোসিয়েট লিমিটেড নগরীর শহীদ এএইচএম কামারুজ্জামান চত্বরে নির্মিতব্য ফ্লাইওভারের প্ল্যান ও ডিজাইন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের নিকট উপস্থাপন করেন। পরামর্শক প্রতিষ্ঠান জানায়, আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এ কাজের দরপত্র আহবান সম্ভব।



বিষয়:


বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top