স্মার্ট লাইসেন্স সিস্টেমের আওতায় রাজশাহী
রাজ টাইমস ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২০ ২৩:৩৭; আপডেট: ১৬ মার্চ ২০২৫ ০৪:৪১

স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় এলো রাজশাহী। প্রথমবারের মতাে রাজশাহী জেলা প্রশাসনের উদ্যোগে ফায়ার আর্মস (আগ্নেয়াস্ত্র) ও ডিলিং লাইসেন্সের স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খােন্দকার।
অনুষ্ঠানে জেলার ২০ জন বিশিষ্ট ব্যক্তির মাঝে ১০টি ফায়ার আর্মসের স্মার্ট কার্ড ও ১০টি ডিলিং লাইসেন্সের (ব্যবসায়ীদের জন্য) স্মার্ট কার্ড বিতরণ করা হয়। অনুষ্ঠানে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. হুমায়ুন কবীর খােন্দকার বলেন, স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম কার্যক্রমটি বর্তমান সরকারের ‘ভিশন ২০২১’ তথা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পথে একটি মাইলফলক। কাগুজে লাইসেন্সের পরিবর্তে বায়ােমেট্রিক সিকিউরিটিসহ অন্যান্য বিশেষ নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত স্মার্ট কার্ড নাগরিক সেবা বৃদ্ধি করবে।
আগ্নেয়াস্ত্রসহ সকল প্রকার ডিলিং লাইসেন্সের জন্য অনলাইনে আবেদন, অনলাইনে ফি জমা দেওয়া এবং সুরক্ষা বৈশিষ্ট্যযুক্ত স্মার্ট কার্ড প্রদান করার ওয়ান স্টপ সার্ভিস (ওএমএস) প্লাটফর্ম হলো স্মার্ট লাইসেন্স ম্যানেজমেন্ট সিস্টেম। সিস্টেমের আওতায় আসায় রাজশাহীতে সেবা প্রার্থীরা ঘরে বসেই পাের্টাল ব্যবহার করে অনলাইনের মাধ্যমে লাইসেন্সের আবেদন, ফি জমাদান, তথ্য আদানপ্রদান করতে পারবেন। নকল প্রতিরােধে স্মার্ট কার্ড লাইসেন্সটিতে ১৮ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে।
সুফিয়ান/২৬
আপনার মূল্যবান মতামত দিন: