খায়রুন নাহারের লাশ উদ্ধার: জামিন মেলেনি মামুনের

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২ ০৫:৪০; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০২:২৮

ছবি : সংগৃহীত

কলেজশিক্ষিকা খায়রুন নাহারের মরদেহ উদ্ধারের ঘটনায় আটক স্বামী মামুনের জামিন নামঞ্জুর করেছেন আদালত। এ সময় তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকাল সাড়ে ৫টার পর নাটোর জুডিশিয়াল আমলি আদালত ১ এর বিচারক মো. মোসলেম উদ্দিন এই আদেশ দেন।

আদালতের ইন্সপেক্টর নাজমুল হক জানান, সোমবার দুপুরে মামুনকে আদালতে পাঠায় সদর থানা পুলিশ। বিকাল সাড়ে ৫টার পর আদালতে হাজির করে জামিন আবেদন করে আসামিপক্ষ। তখন তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে, রবিবার সকাল ৭টায় নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী কলেজছাত্র মামুন হোসাইনকে (২২) আটক করে পুলিশ।

মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের চাচাতো ভাই সাবের হোসেন বাদী হয়ে রবিবার বিকালে সদর থানায় একটি অপমৃত্যুর মামলা করেন। ওই মামলায় ফৌজদারি কার্যবিধি ৫৪ ধারায় মামুনকে আটক দেখিয়ে সোমবার আদালতে পাঠায় সদর থানা পুলিশ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top