আ.লীগ কর্মীদের রডের আঘাতে পা ভাঙল যুবদল নেতার
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩১ আগস্ট ২০২২ ০৬:৫৬; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০২:২৮

নাটোরের সিংড়ায় টিপু সুলতান (৩৪) নামের এক যুবদল নেতাকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার সকাল ১০টায় চৌগ্রাম ইউনিয়নের জামতলী বাজারে এই ঘটনা ঘটে। আহত টিপু সুলতান চৌগ্রাম ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বড়িয়া গ্রামের ইব্রাহিম আলী ছেলে বলে জানা গেছে। সিংড়ায় বিএনপির প্রতিবাদ সমাবেশকে বানচাল করতেই যুবদল নেতা টিপু সুলতানের ওপর এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেন সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
তবে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা বলেন, ঘটনার সময় চৌগ্রাম ইউনিয়ন আ.লীগের সকল ইউনিটের নেতাকর্মীরা সিংড়া বাসস্ট্যান্ডে আওয়ামী লীগের পূর্ব নির্ধারিত প্রতিবাদ সমাবেশে ছিলেন। এই ঘটনা কে বা কারা ঘটিয়েছে তার জানা নেই।
উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান জানান, যুবদল নেতা টিপু সুলতান বাড়ি থেকে বের হয়ে জামতলি বাজারে ধানের চারা কিনতে গেলে তার ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। তাকে বেধরক মারপিট করা হয়েছে। শুনেছি তার বাম পা ভেঙে ফেলা হয়েছে আর ডান পায়ের অবস্থাও ভালো নয়। তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সিংড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দাউদার মাহমুদ বলেন, তেল, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি ও ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদ সমাবেশকে বানচাল ও নেতাকর্মীদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করতে যুবদল নেতা টিপুকে রড দিয়ে পিটিয়ে পা ভেঙে দেয়া হয়েছে। বিষয়টি আমরা প্রশাসনকে জানিয়েছি।
সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী বলেন, জামতলীতে একটি মারপিটের খবর শুনেছি। তবে কি কারণে এই ঘটনা ঘটেছে তা জানা সম্ভব হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
আপনার মূল্যবান মতামত দিন: