বৃষ্টির পানি পড়া নিয়ে বিতণ্ডা, ভাইয়ের হাতে ভাই খুন

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২২ ০৬:৪১; আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ ০২:৩৫

ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মোবারকপুর ইউনিয়নের খড়কপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তি হলেন মোফাজুল হকের ছেলে রুহুল আমিন (৭০)। অভিযুক্ত ছোট ভাইয়ের নাম মোজাম্মেল হক (৬৫)।

স্থানীয়রা জানান, রুহুল আমিনের বাড়ির ছাদ থেকে বৃষ্টির পানি তার ছোট ভাইয়ের উঠানে পড়ছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা ধস্তাধস্তি থেকে মারামারিতে রূপ নেয়। এসময় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই জখম হলে পরিবারের লোকজন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহমেদ ঢাকা মেইলকে ঘটনাটি নিশ্চিত করে বলেন, ‘রুহুলের শারিরীক অবস্থা অবনতি হতে থাকলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রেফার্ড করেন স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক। রাজশাহী নিয়ে যাওয়ার পথে মারা যায় রুহুল।’

ওসি আরও বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনও কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। রুহুলের লাশ এখন তাদের বাড়িতে আছে।’



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top