নগরীতে দুর্বৃত্তদের হাতে প্রাণ গেল যুবকের
রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৫; আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২০ ১৮:২৭
-2020-09-29-12-24-12.jpg)
রাজশাহী নগরীতে দুর্বৃত্তদের হামলায় প্রাণ হারিয়েছে এক যুবক।
সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর ভেড়িপাড়ার মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি রাজপাড়া এলাকার মৃত গোফুর হোসেনের ছেলে আদর বলে জানা গেছে।
পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হয় বলে জানা গেছে। নিহত আদরের ভেড়িপাড়া মোড়ে একটি ছোট পান সিগারেটের দোকান আছে।
দুর্বৃত্তরা আদরকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে গেলে পরে স্থানীয়রা উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় বিষয়ে জানতে চাইলে এখনো মামলা হয়নি বলে জানান রাজপাড়া থানার ওসি শাহাদত হোসেন খান। তিনি জানান, নিহতের স্বজন ও এলাকাবাসীর সাথে কথা বলে মনে হয়েছে পূর্ব শত্রুতার জের হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কাজ করছি। নিহতের মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- এসএইচ
আপনার মূল্যবান মতামত দিন: