বাঘায় ওয়ার্কার্স পার্টির প্রয়াত নেতার স্মরণ সভা

বাঘায় ওয়ার্কার্স পার্টির প্রয়াত নেতার স্মরণ সভা

রাজটাইমস ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২২ ০৯:০৪; আপডেট: ৬ আগস্ট ২০২৫ ০৫:৪৬

রাজশাহীর বাঘায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলার সম্পাদক মন্ডলীর সদস্য প্রয়াত কমরেড আব্দূল কুদ্দুস (সিআইসি)এর স্বরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টম্বর) বিকাল সাড়ে চার টায় আড়ানী ইউনিয়ন পরিষদ চত্বরে ওয়ার্কার্স পার্টির বাঘা উপজেলা শাখার আয়োজনে এই স্বরণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির বাঘা উপজেলা শাখার সভাপতি কমেরড ফরজ আলী।

দলটির উপজেলা শাখার সাধারণ সম্পাদক হামিদুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রফিকুল ইসলাম পিয়ারুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী ওয়ার্কার্স পার্টির সাধারণ কমরেড আশরাফুল হক তোতা।

প্রধান বক্তা ছিলেন নাটোর জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অধ্যক্ষ ইব্রাহিম খলিল। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড.লায়েব উদ্দিন লাভলু , জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ( ইনু) রাজশাহীর জেলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটির সদস্য, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধা মোহাম্মদ শফিউর রহমান শফি, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কররেড মতিউর রহমান তপন, কমরেড আব্দুল করিম,কয়েস উদ্দিন, রাজশাহী জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি বিমল চন্দ্র বাজোয়ার, বীর মুক্তিযুদ্ধা সাইদুর রহমান প্রমুখ।



বিশ্বজুড়ে করোনাভাইরাস
এই বিভাগের জনপ্রিয় খবর
Top